সড়ক পথ
সড়ক পথে লালপুর হতে ঢাকার দূরত্ব প্রায় ২০০ কি. মি.
সড়ক পথে লালপুর হতে নাটোর জেলা সদরের দূরত্ব ৪৮ কি. মি.
সড়ক পথে লালপুর হতে রাজশাহী জেলা সদরের দূরত্ব ৮০ কি. মি.
সড়ক পথে লালপুর হতে ঈশ্বরদী রেলওয়ে জংশন এর দূরত্ব ১৩ কি. মি.
লালপুর হতে সড়ক পথে বাংলাদেশের সর্বত্র যোগাযোগের সুযোগ রয়েছে
রেল পথ
আব্দুলপুর রেলওয়ে জংশন, আজিমনগর এবং ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন লালপুর উপজেলার অন্তর্গত হওয়ায় রেল পথে লালপুর হতে বাংলাদেশের সর্বত্র যোগাযোগের সুযোগ রয়েছে
জল পথ
পদ্মা নদী ও পদ্মার শাখা নদী বড়াল লালপুরের মধ্যদিয়ে প্রবাহিত হওয়ায় জল পথে লালপুর হতে বাংলাদেশের সর্বত্র যোগাযোগের সুযোগ রয়েছে
আকাশ পথ
আকাশ পথে লালপুর হতে বাংলাদেশের অন্যত্র যোগাযোগের কোন সুযোগ নেই।
লালপুর উপেজলা পরিষদে আসার মাধ্যম
ঢাকা থেকেঃ রাজশাহীর/নাটোর/চাপাইনবাবগঞ্জ এর বাসে বনপাড়া বাইপাস মোড়ে নামতে হবে। সেখান হতে দক্ষিন দিকে বনপাড়া লালপুর রাস্তায় উপজেলা পরিষদে বাস যোগে আসতে হবে। বনপাড়া মোড় হতে উপজেলা কমপ্লেক্সের দূরত্ব ১০ কি. মি. ।
রাজশাহী থেকেঃ ঢাকা/সিরাজগঞ্জ/পাবনা/কুষ্টিয়া জেলার যেকোন বাসে বনপাড়াড়া বাইপাসে নামতে হবে। সেখান হতে বাস যোগে আসতে হবে৷
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS